Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

মাদকাসক্তি প্রতিরোধে কমিউনিটির ভুমিকা বিষয়ক সেমিনার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩:০৮, ১৯ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মাদকাসক্তি প্রতিরোধে কমিউনিটির ভুমিকা বিষয়ক সেমিনার

ছবি: বহুমাত্রিক.কম

আশুলিয়া : লুক্সেমবার্গ কর্তৃক পরিচালিত বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান কারিতাস বাংলাদেশ প্রচেষ্টা প্রকল্প গণকবাড়ী অফিসের উদ্যোগে মাদকাসক্তি প্রতিরোধে কমিউনিটির ভুমিকা বিষয়ক এক উন্নয়ন মিত্র সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ধামসোনা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য হাজী আবু সাদেক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন, কারিতাস ঢাকা অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা (প্রচেষ্টা) ডা. ফরিদ আহাম্মদ খান, প্রচেষ্টা প্রকল্পের এডুকেটর দেবব্রত মজুমদার, শিমুলিয়া নবীন সংঘের সাধারন সম্পাদক, ডিআইসি উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিশেষায়িত অনলাইন নিউজ পোর্টাল বহুমাত্রিক.কম এর গাজীপুর জেলা প্রতিনিধি তুহিন আহামেদ, ডেন্ডাবর হাজী শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম রসূল, বকসী আদর্শ স্কুলের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, সুস্থ্য জীবনের ডিআইসি ম্যানেজার ওয়াসির আহাম্মদ চৌধুরী, এড. মীর জাহান আলী শাহীন, সুবেদার (অব.) আবুল বাশার, মো. জহির উদ্দিন মুন্না, আনিছুর রহমান, শিক্ষক মুহাম্মদ ইউসুফ, মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য সহকারী মো. ইসমাইল পারভেজ, মো. আল-আমিন, ইউনিট অফিসার মো. দিলদার হোসেন, মি. নোয়েল পাপ্পু দাশ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্ধ।

সেমিনারে বক্তরা মাদক প্রতিরোধে সারা বছর ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের জন্য একটি পরিকল্পনা করেন এবং মাদক প্রতিরোধে স্থানীয় কমিউনিটির জনগনকে সক্রিয় ভাবে কাজ করার জন্য আহ্বান জানান।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer