Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান এক গৃহিনী

আবদুল ওহাব, বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৩, ১২ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান এক গৃহিনী

ছবি : বহুমাত্রিক.কম

বগুড়া : মাদক ব্যবসা ছেড়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে চায় বগুড়া শাজাহানপুর উপজেলার সাজাপুর গ্রামের আবতার আলীর স্ত্রী মোছাঃ রেহেনা বেগম (৪০)।

সোমবার ১২ ফেব্রুয়ারী শাজাহানপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি এমন অঙ্গীকার করেন।

সাংবাদিক সম্মেলনে তিনি জানান, নিজের ভুল ও পারিপার্শ্বিক কারণে মাদক ব্যবসায় জড়িয়ে পরেছিলেন।

মাদক ব্যবসার কারণে জেল জরিমানাসহ বিভিন্ন হয়রানির শিকার হতে হয়েছে। এমতাবস্থায় ৬ কন্যা সন্তান নিয়ে দুর্বিসহ জীবনযাপন করতে হচ্ছে। এসব বুঝতে পেরে অপরাধ মুক্ত জীবন যাপন করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে করে সমাজের অন্য ১০ জনের মত মাথা উচু করে সামাজিক জীবন যাপন করতে পারি। এজন্য ইতিমধ্যেই সে জমি বর্গা চাষ ও মুরগীর খামার করা শুরু করেছে।

তাই সুস্থ ও স¦াভাবিক জীবন যাপন করতে বগুড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার, শাজাহানপুর থানার ওসি সহ প্রশাসনের সুদৃষ্ঠি ও সহযোগিতা কামনা করেছেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer