Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

মাত্র ১১ বছর বয়সেই দ্বাদশ শ্রেণি পাশ করলো ভারতের অগস্ত্য জয়সওয়াল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৫২, ১৬ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মাত্র ১১ বছর বয়সেই দ্বাদশ শ্রেণি পাশ করলো ভারতের অগস্ত্য জয়সওয়াল

ঢাকা : মাত্র ১১ বছর বয়সেই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করে তাক লাগিয়ে দিল ভারতের হায়দরাবাদের বিস্ময়-বালক অগস্ত্য জয়সওয়াল।

সে হায়দরাবাদের ইউসুফগুড়া অঞ্চলের সেন্ট মেরিজ জুনিয়র কলেজের ছাত্র। এ বছরের মার্চে দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়। রোববার ফল প্রকাশিত হয়েছে। অগস্ত্য ৬৩ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে বলে জানিয়েছেন তার বাবা অশ্বিনী কুমার। তিনি দাবি করেছেন, এত কম বয়সে এর আগে কেউ দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।

২০১৫ সালে মাত্র ৯ বছর বয়সেই দশম শ্রেণির পরীক্ষা পাশ করে অগস্ত্য। সেই পরীক্ষা দেওয়ার জন্য তাকে বিশেষ অনুমতি নিতে হয়েছিল। কিন্তু দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেওয়ার জন্য কোনও অনুমতি নিতে হয়নি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer