Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বর্ষণে টিলা ধস

মাগুরছড়ায় বন্ধ সড়ক ও রেল যোগাযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৬, ২৩ জুন ২০১৪

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মাগুরছড়ায় বন্ধ সড়ক ও রেল যোগাযোগ

 কমলগঞ্জ(মৌলভীবাজার) থেকে: গত দু’দিনের ভারী বর্ষনে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় একটি টিলা ধ্বসে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। একই স্থানে রেলপথের উপর টিলা ধ্বসের সাথে পানি উঠায় সাময়িকভাবে আধা ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। সোমবার ভোর রাতে ভারী বর্ষণে সকাল ৭টায় টিলা ধ্বসের ঘটনা ঘটে।

জানা যায়, ভারী বর্ষণে পাহাড়ি টিলার উপর থেকে বৃষ্টির পানির বেগের সাথে সাথে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের মাগুরছড়া এলাকায় একটি টিলার ধ্বস নামে। ফলে সোমবার সকাল ৭ টা থেকে কমলগঞ্জর সাথে শ্রীমঙ্গলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সড়কের উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে। একই স্থানের রেলপথের ২৯২/৬ ও ২৯২/৯ নম্বর রেল সেতুর মাঝ খানে ধ্বসে যাওয়া টিলার কিছু মাটি ও পানি জমে থাকায় আধা ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করে সড়ক ও জনপথ বিভাগকে অবহিত করে দ্রুত সম্ভব ধ্বসের মাটি ও পড়ে থাকা গাছ সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করার নির্দেশ দেন।

শমশেরনগর রেলওয়ে ষ্টেশন মাষ্টার আব্দুল আজিজ বলেন, সাময়িক কিছু তথ্যগত ভুলের জন্য লাইন পরিদর্শন করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এ সময়ের মধ্যে সিলেট থেকে ছেড়ে আসা আখাউড়াগামী ড্যামু ট্রেন ভানুগাছ ষ্টেশনে আধা ঘন্টা ও সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমুখী আন্তনগর পাহাড়িকা ট্রেন শমশেরনগর ষ্টেশনে ১৫ মিনিট আটকা পড়ে।

অপরদিকে, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল ষ্টেশনে আধা ঘন্টা আটকা পড়ে। গণপূর্ত(রেল) বিভাগের লোকজন এসে রেলপথ থেকে মাটি সরিয়ে পানি নিষ্কাষণের পর সকাল সোয়া ১০ টায় ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ভারী বর্ষনে টিলার উপর থেকে দ্রুত বেগে পানি নিচে নামতে গিয়ে ধ্বসের সৃষ্টি হয়। ধ্বসে পাহাড়ি টিলার মাটি সড়কের উপর পড়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এখানে আরও ধ্বস ও গাছ উপড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তিনি সড়ক জনপথ বিভাগের লোকজনকে দ্রুত সম্ভব মাটি ও পড়ে থাকা গাছ সরানোর নির্দেশ দিয়েছেন।

নূরুল মোহাইমীন মিল্টন/

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer