Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

মাওলানা সাদ’র পরিচালনায় আখেরি মোনাজাত সকাল ১১টায়

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৩০, ২২ জানুয়ারি ২০১৭

আপডেট: ১৩:৪৩, ২২ জানুয়ারি ২০১৭

প্রিন্ট:

মাওলানা সাদ’র পরিচালনায় আখেরি মোনাজাত সকাল ১১টায়

গাজীপুর : ফজরের নামাজের পর আমল (একক আমল) শেষে রোববার সকাল ৭টা থেকে বিশ্ব ইজতেমার ময়দানে নিয়মিত বয়ান শুরু হয়েছে। ফজরের নামাজের পর ইজতেমার মাঠে মুসল্লিদের উদ্দেশে আম বয়ান করেছেন তাবলিগের মুরুব্বি ওয়াসিফুল ইসলাম।

তিনি সোয়া ৮টা পর্যন্ত বয়ান করেন।এরপর বয়ান শুরু করেন মাওলানা সাদ কান্ধলভী। তার তিনি হেদায়েতি বয়ান ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন। তার বয়ান অনুবাদ করছেন কাকরাইলে মুরুব্বি মাওলানা ওমর ফারুক।

রোববার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত।

ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে দলে দলে লোক মাঠের দিকে আসছেন। সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। 

এ পর্বের আখেরি মোনাজাতও মাওলানা সাদ কান্ধলভী পরিচালনা করবেন।আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ সমাপ্তি ঘটবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫২তম বিশ্ব ইজতেমার।

মাওলানা সাদ কান্ধলভী গত দুই বছর ধরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করে আসছেন। 

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer