Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

মাংসের বাজারে অস্থিরতা,স্বস্তি ফিরেছে সবজি বাজারে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১০, ২৩ জুন ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মাংসের বাজারে অস্থিরতা,স্বস্তি ফিরেছে সবজি বাজারে

ঢাকা : রেকর্ড ছাড়িয়েছে রাজধানীর মাংসের বাজার, প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে সাড়ে ৫শ টাকা থেকে ৬শ টাকায়, বেড়েছে মুরগি, খাসির দামও।

বিক্রেতারা বলছেন ঈদকে কেন্দ্র করেই বেড়েছে মাংসের দাম। মাছ বাজারে স্বস্তি না ফিরলেও, কিছুটা কমেছে সব ধরণের সবজির দাম।

রমজানের মাংসের বাজার নিয়ন্ত্রণে আগেভাগেই দাম নির্ধারণ করেছিলো সিটি করপোরেশন, কিন্তু বাজারে তার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন ছিলো মাসজুড়েই।

এবার দেখা গেল নতুন অরাজকতা, ডেটলাইন ২৬ রমজান শেষ হতেই একলাফে ৭৫ টাকা বেড়ে গরুর মাংসের দাম কেজি প্রতি সাড়ে ৫শ টাকা। ঈদে বাড়তি চাহিদার কারণেই বেড়েছে দাম এমন মত বিক্রেতাদের, যদিও তা মানতে নারাজ ক্রেতারা।

বেড়েছে ব্রয়লার, দেশিসহ সব ধরণের মুরগির দাম। প্রতিকেজি খাসির মাংস বিক্রি হচ্ছে সাড়ে সাতশ থেকে আটশ টাকা দরে।

সুখবর নেই মাছ বাজারেও, সরবরাহে কিছুটা ঘাটতিও রয়েছে ইলিশ, কাঁচকি, রুই, কই সহ সব ধরণের মাছের। আর এ সুযোগেই কখনও কখনও মাছের দাম হাকা হচ্ছে একেবারেই অযৌক্তিক দামে।

যদিও, কিছুটা স্বস্তি ফিরেছে সবজি বাজারে, কেজিতে ১০ টাকা কমেছে বেগুন, টমেটো শসার দাম। বাজারে দেশি শসা বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে, লম্বা বেগুন ৭০ আর প্রকারভেদে প্রতিকেজি টমেটোর দাম ৮০ থেকে ১০০ টাকা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer