Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

মহাসড়ক ও রেললাইনে কোনো পশুরহাট বসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৪, ২২ জুলাই ২০১৮

আপডেট: ১৭:১০, ২২ জুলাই ২০১৮

প্রিন্ট:

মহাসড়ক ও রেললাইনে কোনো পশুরহাট বসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চাঁদাবাজি রোধে প্রত্যেক পশুবাহী ট্রাকে আইন-শৃঙ্খলা বাহিনী নজরদারি করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।তিনি বলেছেন, কোরবানি ঈদ উপলক্ষে মহাসড়কে কোনো পশুরহাট বসবে না, রেললাইনেও নয়। চাঁদাবাজি রোধে প্রত্যেক পশুবাহী ট্রাক নজরদারি করবে আইন-শৃঙ্খলা বাহিনী।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশুবাহী প্রত্যেকটি ট্রাকে হাটের নাম ফলক টানানো থাকবে। কেউ জোর করে পথে কোনো হাটে পশু নামাতে পারবে না।

তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে সড়ক-মহাসড়কে পশু পরিবহনের জন্য যাতে যানজট সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। এজন্য এবার ঢাকায় ২৯ টি পশুর হাট বসতে পারে। এসব হাটে সার্বক্ষণিক সিসিটিভির মনিটরিং থাকবে।

‘প্রতিটি হাটে পুলিশের ক্যাম্প থাকবে। হাটের জায়গা নির্দিষ্ট করে দেওয়া হবে। আর সাধারণ মানুষের সুবিধার্থে শিল্পাঞ্চল ও হাটের আশ-পাশের এলাকায় আগামী ২১ আগস্ট বাণিজ্যিক ব্যাংক খোলা থাকবে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer