Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

মহাসাগরের নির্জনতায়

ক্যাপ্টেন (অবঃ) ডাঃ নবী চৌধুরী

প্রকাশিত: ০৪:০৭, ৬ জানুয়ারি ২০১৭

আপডেট: ০৪:০৮, ৬ জানুয়ারি ২০১৭

প্রিন্ট:

মহাসাগরের নির্জনতায়

 

নীলাকাশে ঘনঘটা মেঘ,
তড় ঘড় বিদ্যৎ ধ্বনি
চমকানো ঝড়ো হাওয়া,
কোথাও নেই কোন সন্নি।
দুর্বার কালো মেঘের ছটা,
থম থম দম দম আবেশ,
চারিদিকে অন্ধকারে আচ্ছন্ন
ভয়ঙ্কর মেঘাচ্ছন্ন পরিবেশ।
নিজ্জন তরঙ্গের পর তরঙ্গের আছড়ে,
ঢেউয়ের কুৎসিত ভয়ঙ্করে ,
শূন্যে হাহাকারে দোলানো সাগর
নিশীত একা একা গভীর নির্জ্জনে।
মহাসাগরের একাকী হিংসার গর্জ্জনতা,
নিষ্ঠুর ধরণী আঁকড়িয়ে ধরে,
কাউকে পাইনা মনের সমাদরে,
দমকানো ঝটকা হাওয়ায়
স্মৃতির বিচ্ছেদ।
বিচ্যুত সুন্দর মনের অভাবনীয়
কালস্পর্শী কালোছায়ার নিঃশ্বেষ।
একাকী আমি অত্যাচারিত মনে,
অসহায় মহা সাগরের ক্রন্দনে,
নিঝুম রাতের বাঁধনে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer