Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

মহান শহীদ দিবসে যশোরে দিনভর নানা কর্মসূচি

কাজী রকিবুল ইসলাম

প্রকাশিত: ০২:৪৮, ২২ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মহান শহীদ দিবসে যশোরে দিনভর নানা কর্মসূচি

ছবি : বহুমাত্রিক.কম

যশোর : বিনম্র শ্রদ্ধায়ে যশোরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে আওয়ামীলীগের প্রেসিডয়াম সদস্য অ্যাড. পিযুষ কান্তি ভট্টাচার্য, জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আনিসুর রহমান, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা যশোরের নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এরপর প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের যশোর জেলা শাখা, যশোর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা, মুক্তিযোদ্ধা সংসদের যশোর কমান্ড কার্য্যালয়, আওয়ামীলীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা লীগ,মহিলা অধিদপ্তরসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। ভোর ৬টা থেকে দ্বিতীয় পর্যায়ে শ্রদ্ধাঞ্জলি দেয়া শুরু হয়।

বিদ্রোহী সাহিত্য পরিষদ, মাইকেল সঙ্গীত একাডেমি, ভোরের সাথী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোর, মেইট যশোর, এস,এম,সুলতান ফাইন আর্ট কলেজ যশোর, যশোর জেলা শিল্পী ঐক্যজোট, অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, স্পন্দন যশোর, যশোর আইনজীবি সমিতি, জাগপা যশোর, সুরবিতান সঙ্গীত একাডেমি, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় মহিলা সংস্থা, যশোর জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতি, যশোর ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সংস্কার ও উন্নয়ন সমিতিসহ, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

সকালে বিদ্রোহী সাহিত্য পরিষদের উদ্যোগে একুশের উপর নিবেদিত কবিতা আবৃত্তি সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি কাজী রকিবুল ইসলাম। কবিতা আবৃত্তি করেন প্রতিষ্ঠাতা সভাপতি পদ্মনাভ অধিকারী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, নূরজাহান আরা নীতি, আবুল হাসান তুহিন, সাধন কুমার অধিকারী, কমলেশ চক্রবর্তী, শেখ হামিদুল হক, মোস্তানূর ইসলাম স্বাক্ষর প্রমূখ।

বুধবার বিকালে যশোর ইনস্টিটিউটের রওশন আলী মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরষ্কার বিতরণী এবং সাংষ্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন যশোর ৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহেমদ। জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন। বুধবার সকালে যশোর শিশু একাডেমির উদ্যোগে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

বুধবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যশোর সম্মিলিত সাংষ্কৃতিক জোটের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। এছাড়া যশোরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিন ব্যাপী কর্মসূচির মধ্যে দিয়ে মহান শহীদ দিবস পালন করেছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer