Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

‘মন্ত্রী-এমপিদের খবর পাঠানোই আপনাদের কাজ নয়’

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৯, ২৫ মে ২০১৭

আপডেট: ১১:১১, ২৫ মে ২০১৭

প্রিন্ট:

‘মন্ত্রী-এমপিদের খবর পাঠানোই আপনাদের কাজ নয়’

ঢাকা : শুধুমাত্র সরকারের মন্ত্রী-এমপি কিংবা ডিসি-এসপির খবর পাঠানোই বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জেলা প্রতিনিধিদের কাজ নয়-বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এমপি।

প্রতিনিধিদের দেশের ষোল কোটি মানুষের খবরাখবর গুরুত্ব দিয়ে প্রকাশ করার তাগিদ দেন তিনি।  

বুধবার বাংলাদেশ টেলিভিশনের জেলা সংবাদদাতাদের সংগঠন বিটিভি জেলা প্রতিনিধি সমিতির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

রাজধানীর রামপুরায় বিটিভি ভবন মিলনায়তনে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান। 

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র সরকারের মন্ত্রী-এমপি কিংবা ডিসি-এসপির খবর পাঠানো বিটিভির জেলা প্রতিনিধিদের কাজ নয়। যাপিত জীবনের বহুমূখি ঘটনাকে নিয় কাজ করুন। 

বিটিভি’র জেলা প্রতিনিধিদের দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, ‘ল্যাপটপ-ক্যামেরা আপনারা অচিরেই পাবেন। এছাড়া নির্মাণাধীন তথ্য কমপ্লেক্সেও বিটিভির সাংবাদিকদের প্রজন্য একটি কক্ষ ব্যবস্থা হবে।’

এদিকে বিটিভির অসুস্থ দুই জেলা প্রতিনিধি নুরুল ইসলাম (নীলফামারী) ও মো. মোস্তফা কামালের (রাঙ্গামাটি)  আরোগ্য কামনা করে প্রত্যেককে দুই লাখ টাকা অনুদান প্রদানেরও ঘোষণা দেন তথ্যমন্ত্রী।

সংগঠনের সভাপতি এ এফ এম সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এ কে এম রহমত উল্লা, তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমেদ, বিটিভির মহাপরিচালক  হারুনর রশীদ প্রমূখ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer