Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

মনিপুরী ভাষাকে প্রাক-প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অন্তর্ভূক্তের দাবি

নূরুল মোহাইমীন মিল্টন, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩০, ২২ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মনিপুরী ভাষাকে প্রাক-প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অন্তর্ভূক্তের দাবি

ছবি: বহুমাত্রিক.কম

মৌলভীবাজার : মাতৃ ভাষার পাশাপাশি দেশে বসবাসরত ক্ষুদ্র ক্ষুদ্র সকল জাতিসত্তার ভাষা রক্ষা, বাংলাদেশে প্রাক-প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনিপুরী বিষ্ণুপ্রিয়া এবং মনিপুরী মৈতৈয় ভাষাকে অন্তর্ভূক্ত করার মধ্য দিয়ে আন্তজার্তিক মাতৃ ভাষা দিবসের চেতনা আরো উজ্জ্বিবিত হবে।

মনিপুরী গবেষণা পরিষদ ও মনিপুরী ললিতকলা একাডেমী কর্তৃক আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ শে ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ ঘটিকায় কমলগঞ্জে মনিপুরী ললিতকলা একাডেমীতে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব দাবি জানান।

মনিপুরী ললিতকলা একাডেমীর সভাপতি রামকান্ত সিংহের সভাপতিত্বে ও গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিচারপতি এস,কে সিনহা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রাজকান্ত সিংহ, মনিপুরী আদিবাসী ফোরামের সাধারন সম্পাদক সমরজিত সিংহ, মনিপুরী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৃষ্ণ কুমার সিংহ, খঙচেল পত্রিকার সম্পাদক কৃষ্ণকুমার সিংহ, বাংলাদেশ মনিপুরী যুব কল্যাণ সমিতির সভাপতি নিখিল কুমার সিংহ, মনিপুরী ললিতকলা একাডেমীর নির্বাহী কমিটির সদস্য আকবর হোসেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন, প্রনীত রঞ্জন দেবনাথ। বক্তারা মাতৃ ভাষার মর্যাদা রক্ষা এবং সকল জাতিসত্তার ভাষা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে সরকারের প্রতি জোর দাবি জানান। আলোচনা সভা শেষে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer