Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

মধ্যম সারির নতুন স্মার্টফোন বাজারে আনছে নকিয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৬, ১৮ মার্চ ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মধ্যম সারির নতুন স্মার্টফোন বাজারে আনছে নকিয়া

ঢাকা : মধ্যম সারির নতুন স্মার্টফোন বাজারে আনছে নকিয়া ব্র্যান্ড। নকিয়া ব্র্যান্ডের মোবাইল ফোন নির্মাতা ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবাল এই স্মার্টফোনে কোয়ালকমের তৈরি নতুন চিপসেট স্ন্যাপড্রাগন ৬৬০ ব্যবহারের পরিকল্পনা নিয়েছে।

স্পেনের বার্সেলোনায় সম্প্রতি অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি ঘোষণায় বলা হয়, দুটি সাশ্রয়ী মডেলের অ্যান্ড্রয়েড ফোন ও ৩৩১০ মডেলের ফিচার ফোন বাজারে আনছে তারা। অবশ্য এখনও ‘পি ১’ নামের ফ্ল্যাগশিপ ফোনটির ঘোষণা দেয়া হয়নি। এই ফোনকে ঘিরেও নানা গুঞ্জন রয়েছে।

নকিয়ার নতুন এই মডেল দুটি কোয়ালকমের তৈরি স্ন্যাপড্রাগন ৬৬০ এসওসি চিপসেট ব্যবহৃত হবে। এর একটির ডিসপ্লে হবে ১০৮০ পিক্সেলে আর অন্যটি হবে কিউএইচডি ডিসপ্লেযুক্ত। ধাতব কাঠামোর স্মার্টফোন দুটিতে ফিচার হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, বড় মাপের ক্যামেরা সেন্সর ব্যবহৃত হতে পারে। এ বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে নকিয়ার নতুন এই ফোন বাজারে আসতে পারে। 

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer