Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

‘মণিপুরীদের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গবেষণা প্রয়োজন’

নূরুল মোহাইমীন মিল্টন, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৬, ১৭ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘মণিপুরীদের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গবেষণা প্রয়োজন’

ছবি-বহুমাত্রিক.কম

মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশে মণিপুরীদের ইতিহাস, সংস্কৃতি সংরক্ষণ ও প্রাতিষ্ঠানিকীকরণে করণীয় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা মণিপুরীদের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গবেষণা প্রয়োজন বলে মত দেন।

শুক্রবার দুপুরে আদমপুর ইউনিয়নের মণিপুরী অধ্যুষিত তেতইগাঁও মণিপুরী কালচারাল কমপ্লেক্স এর কনফারেন্স হলে রিসার্চ এন্ড ইনফরমেশন ইনিশিয়েটিভস ফর মনিপুরী এর আয়োজনে ও কথে ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি প্রাবন্ধিক ও গবেষক, কবি এ. কে শেরাম।

রিসার্চ এন্ড ইনফরমেশন ইনিশিয়েটিভস ফর মণিপুরী এর চেয়ারম্যান কবি নামব্রম শংকরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাউবা মেমোরিয়াল মণিপুরী ইন্টেলেকচুয়াল প্রপার্টি মিউজিয়াম এর পরিচালক হামোম তনুবাবু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাইবম বীরেন্দ্র সিংহ, মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ইবুংহল সিংহ শ্যামল।

রিসার্চ এন্ড ইনফরমেশন ইনিশিয়েটিভস ফর মণিপুরী এর নির্বাহী পরিচালক শেরাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, স্থানীয় ইউপি সদস্য কে মনীন্দ্র কুমার সিংহ, মণিপুরী সমাজসেবক সমিতির কোষাধ্যক্ষ লাইশ্রম শৈলতন সিংহ, প্রভাষক অরুপ রতন সিংহ, সৌদামিনী শর্মা, কবি থোইরম ইন্দ্রজিৎ, কবি খোইরম কামিনী কুমার সিংহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন য়েনসেনবম ললিত। “সোস্যাল মিডিয়া ও মাতৃভাষা চর্চা” বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি হামোম প্রমোদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মণিপুরীদের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সাহিত্য তথা মণিপুরী সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্র নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে।

বাংলাদেশে মণিপুরী সংস্কৃতির বিশাল এই অকর্ষিত ক্ষেত্রগুলো পর্যাপ্ত গবেষণার মাধমে মণিপুরী সংস্কৃতির ভাষার আরো উজ্জ্বল হবে এবং মণিপুরী জনগোষ্ঠি নিজেদের উন্নয়নের পাশাপাশি এ দেশের বর্ণিল সংস্কৃতির রূপ-বৈচিত্র্য আরও বিকশিত হবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer