Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

মঙ্গলবার সাত খুন মামলার হাইকোর্টের রায়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০৩, ২২ আগস্ট ২০১৭

আপডেট: ১০:৩৩, ২২ আগস্ট ২০১৭

প্রিন্ট:

মঙ্গলবার সাত খুন মামলার হাইকোর্টের রায়

ঢাকা : মঙ্গলবার নারায়ণগঞ্জের সাত খুন মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর আজ হাইকোর্টে রায়ের জন্য দিন ধার্য আছে।

বিচারপতি ভবানী প্রসাদসিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। গত ১৩ আগস্ট আদালত রায় ঘোষণারএই তারিখ নির্ধারণ করেন।

এর আগে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়েছে গত ২৬ জুলাই।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট এস এম শাহজাহান, অ্যাডভোকেট মো. আহসান উল্লাহ।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরোয়ার কাজল ও সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিম্ন আদালতের রায় বহাল রাখার আবেদন করেন। তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ড ছিল পূর্ব-পরিকল্পিত। এর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত। তাই এই মামলার রায়ের মধ্যে দিয়ে যেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরে আসে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer