Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

মঙ্গলবার বিশেষ মোনাজাতে জোড় ইজতেমার সমাপ্তি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৪, ৫ ডিসেম্বর ২০১৬

আপডেট: ২১:১০, ৫ ডিসেম্বর ২০১৬

প্রিন্ট:

মঙ্গলবার বিশেষ মোনাজাতে জোড় ইজতেমার সমাপ্তি

ঢাকা : রাজধানীর উপকন্ঠে শিল্প নগরী টঙ্গির তুরাগ নদীর তীরে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা মঙ্গলবার দুপুরে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে।

সোমবার জোড় ইজতেমার চতুর্থ দিন অতিবাহিত হয়। জোড় ইজতেমায় প্রায় পাঁচ শতাধিক নিরাপত্তা কর্মী দায়িত্ব পালন করছেন বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে।

আগামী বছর ২০১৭ সালের ১৩ জানুয়ারি থেকে তুরাগ নদীর তীরে ৩দিন ব্যাপী বিশ্ব ইজতেমা প্রথম পর্ব শুরু হবে। ৪ দিন বিরতির দিয়ে ২০ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্বের ৩ দিন ব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হবে। প্রথম পর্বের শেষ দিন ১৫ জানুয়ারি ও দ্বিতীয় পর্বের শেষ দিন ২২ জানুয়ারি আখেরী মোনাজাত অনুষ্টিত হবে।

ইজতেমার আয়োজক কমিটির কর্মকর্তা প্রকৌশলী মাওলানা মো: গিয়াস উদ্দিন আহমেদ জানান বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে প্রতি বছর জোড় ইজতেমা অনুষ্ঠিত হয় ।

জোড় ইজতেমায় এ পর্যন্ত তিন জন মুসল্লি ইন্তেকাল করেছেন বলে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer