Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

মঙ্গল শোভাযাত্রায় সত্য-সুন্দরের আহ্বান

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৯, ১৪ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মঙ্গল শোভাযাত্রায় সত্য-সুন্দরের আহ্বান

ঢাকা : কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়।

‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর’ প্রতিপাদ্যে এবার মঙ্গল শোভাযাত্রা হচ্ছে।

শোভাযাত্রায় অংশ নেওয়া সবার হাতে হাতে  ফুল-পাখি। ছোট ছোট অনেক সূর্য। আছে বিভিন্ন প্রাণীর প্রতিকৃতিও। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বললেন, ‘শোভাযাত্রার অগ্রভাগে আছে একটা বড় সূর্যের প্রতিকৃতি। অন্ধকার পেছনে ফেলে আলোর পথে আহ্বান জানাতে এই সূর্য।’

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং ঢাবির উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন।  

শোভাযাত্রাটি জনসন রোড, নবাবপুর রোড, ওয়ারী, টিপু সুলতান রোড, নারিন্দা, ধোলাইখাল হয়ে ক্যাম্পাসে ফিরে আসবে।

এবারের শোভাযাত্রার মূল প্রতিকৃতি জাতীয় মাছ ইলিশ। ইলিশ ছাড়াও বাঘ, হাতি, কচ্ছপসহ বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি দিয়ে শোভাযাত্রা সজ্জিত করা হয়েছে।

হরেক রঙের মুখোশ, হাতি, বাঘ, ফুল, পাখির প্রতিকৃতি নিয়ে নানা বয়সীর নারী-পুরুষ ও শিশুরা শোভাযাত্রায় অংশ নিয়েছেন।

ইউনেস্কো বর্ষবরণের এ শোভাযাত্রাকে বিশ্বসাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেয়ার পর প্রথম অনুষ্ঠিত হচ্ছে মঙ্গল শোভাযাত্রা।

ইউনেস্কো বর্ষবরণের এ শোভাযাত্রাকে বিশ্বসাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেয়ার পর প্রথম অনুষ্ঠিত হচ্ছে মঙ্গল শোভাযাত্রা।

এ উপলক্ষে চারুকলা অনুষদ গত ২৮ বছরের উল্লেখযোগ্য মোটিফগুলো এবারের শোভাযাত্রায় সন্নিবেশিত করা হয়। শোভাযাত্রায় মোটিভগুলোর মধ্য দিয়ে মানুষের দ্বৈত সত্তাকে তুলে ধরা হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer