Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

মক্কার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইয়েমেন বিদ্রোহীদের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০০, ২৮ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মক্কার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইয়েমেন বিদ্রোহীদের

ছবি: রয়টার্স

ঢাকা : ইয়েমেনের বিদ্রোহীরা মক্কার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মক্কার কাছে এটিকে ভূপাতিত করা হয়। এটি সৌদি আরবের বিরুদ্ধে তাদের সর্বোচ্চ দূরত্বে ক্ষেপনাস্ত্র হামলার অন্যতম। শুক্রবার সৌদি নেতৃত্বাধীন জোট একথা জানিয়েছে।

গত বছরের মার্চ মাস থেকে সৌদি নেতৃত্বাধীন জোট বিদ্রোহীদের বিরুদ্ধে বোমা হামলা চালাচ্ছে।
বিদ্রোহীদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সৌদি আরব প্যাট্রিওট ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে।

জোট বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হুতি বিদ্রোহীরা বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্তের ওপারে তাদের সাদা প্রদেশের ঘাঁটি থেকে ‘মক্কা এলাকার দিকে’ ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে।

এতে আরো বলা হয়, ‘সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মক্কা থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত ও ধ্বংস করতে সক্ষম হয়। এই ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি।’

এদিকে বিদ্রোহীরা তাদের ওয়েবসাইট ভিত্তিক সাবানিউজ জানায়, তারা মক্কার পশ্চিমে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
মক্কা ইয়েমেন সীমান্ত থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত।

এই নিয়ে চলতি মাসে দ্বিতীয় বারের মতো বিদ্রোহীরা এতোটা দূরত্বে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বলা হয়, ৯ অক্টোবর তারা তায়েফের কাছে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer