Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ভেনিজুয়েলায় টানা দ্বিতীয় দিনের মত বিক্ষোভ : ব্যাপক সহিংসতা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২২, ২১ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:৫২, ২২ এপ্রিল ২০১৭

প্রিন্ট:

ভেনিজুয়েলায় টানা দ্বিতীয় দিনের মত বিক্ষোভ : ব্যাপক সহিংসতা

ঢাকা : ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে টানা দ্বিতীয় দিনের মতো সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ ঘটে। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুঁড়ে মারে।

বুধবার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিরোধীরা রাস্তায় নেমে বিক্ষোভ করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে তিন জন প্রাণ হারায়।

কারাকাস ও ভেনিজুয়েলার পশ্চিমাঞ্চলে মাদুরো বিরোধী বিশাল জনসমাগম হয়েছে। দেশটিতে ব্যাপক অর্থনৈতিক সংকট চলছে। বিরোধী নেতৃবৃন্দ মাদুরোকে স্বৈরশাসক আখ্যা দেন।

এদিকে প্রেসিডেন্ট বলেছেন, বিরোধীরা শক্তি প্রয়োগ করে তার সরকারের পতন ঘটাতে চাইছে।
বৃহস্পতিবার কারাকাসে বিপুল সংখ্যক ট্রাকসহ পুলিশ বিরোধী দলের সমাবেশকে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

কারাকাসের মধ্যাঞ্চলে বিরোধীপক্ষের একটি বিক্ষোভ চলাকালে ১৭ বছর বয়সী কার্লোস জোসে মোরেনোর মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

কলম্বো সীমান্তের কাছে অবস্থিত সান ক্রিস্টোবাল নগরীতে পলা রামিরেজ নামের ২৩ বছর বয়সী এক ছাত্রী নিহত হয়। রাজধানীর দক্ষিণাঞ্চলে একজন ন্যাশনাল গার্ডসম্যান সদস্যও গুলিতে নিহত হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer