Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

‘ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা হচ্ছে-সম্পদ বাজেয়াপ্ত হবে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:২০, ২১ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা হচ্ছে-সম্পদ বাজেয়াপ্ত হবে’

নারায়ণগঞ্জ : ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আইন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে।

মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। এতে মিথ্যা সাক্ষী দিলে ওই মুক্তিযোদ্ধাদের ভাতা এক থেকে ৩ বছর বন্ধ থাকবে।

শনিবার জেলার বন্দরের গোকুলদাসের বাগ এলাকায় আলহাজ আমিজউদ্দিন এতিমখানায় নির্মিতব্য তিনতলা বিশিষ্ট সানড্রা ম্যাককারসি হলের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, প্রত্যেক শনিবার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম চলবে। ৫ শনিবার এই যাচাই বাছাই চলবে। যাতে কোনো অসত্য তথ্য দেয়া না হয় এ জন্য শাস্তির বিধান রাখা হয়েছে।

তিনি বলেন, নীতিমালা অনুসরণ করে যাচাই বাছাই হলে ভুয়া মুক্তিযোদ্ধা আসার কোনো সুযোগ নেই। তারপরও যদি কোথাও বরখেলাপ হয় তাহলে সেটা বাতিল করে দেয়ার ব্যবস্থা নেয়া হবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer