Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

ভিয়েতনামে ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রথম নারী চেয়ারপার্সন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫২, ৩১ মার্চ ২০১৬

আপডেট: ১৫:৪৪, ৩১ মার্চ ২০১৬

প্রিন্ট:

ভিয়েতনামে ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রথম নারী চেয়ারপার্সন

ঢাকা: কমিউনিস্ট রাষ্ট্র ভিয়েতনামে ন্যাশনাল অ্যাসেম্বলিতে এই প্রথম নারী চেয়ারপার্সনের নাম ঘোষণা করা হয়েছে। এটি দেশটির সবচেয়ে চতুর্থ ক্ষমতাময় পদ।

বৃহস্পতিবার সরকার পরিচালিত ভিটিভিতে এ কথা বলা হয়।  বৃহস্পতিবার সকালে ৫শ সদস্য বিশিষ্ট আইন পরিষদে ভোটাভুটিতে অভিজ্ঞ আইনপ্রণেতা ও কমিউনিস্ট পাটির্র কর্মকর্তা নগুয়েন থি কিম নগান ৯৫.৫ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচিত হওয়ার পর নগান(৬১) সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি দেশ, জনগণ ও সংবিধানের প্রতি আমার দৃঢ় আনুগত্য প্রকাশ করছি।’

ভোটাভুটিকালে ব্যালট পেপারে আর কোন প্রার্থীর নাম ছিল না। ৪৮৪ জন আইনপ্রণেতার মধ্যে ৪৭২ জনই নগানকে ভোট দেয়। তার এ নিয়োগের মধ্যদিয়ে পার্টিতে কোন নারী কর্মকর্তার সর্বোচ্চ পদে আসীন হওয়ার ঘটনা ঘটলো। ভিয়েতনামের কমিউনিস্ট পার্টিতে পুরুষরাই সংখ্যাগরিষ্ঠ। তবে প্রায় ২৫ শতাংশ নারী ন্যাশনাল অ্যাসেম্বলির বিভিন্ন পদে রয়েছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer