Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ভাস্কর্য নিয়ে আদালত যেন কুলষিত না হয় : আইনমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪০, ২৫ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ভাস্কর্য নিয়ে আদালত যেন কুলষিত না হয় : আইনমন্ত্রী

ছবি : পিআইডি

ঢাকা : ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে আদালত যেন কুলষিত না হয় সে আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে এ আহ্বান জানান তিনি। খবর বাসস’র 

আইনমন্ত্রী বলেন, সুপ্রিমকোর্টে ভাস্কর্য স্থাপন প্রয়োজনীয়তার ব্যাপারে কিছু দ্বিধা দ্বন্দ্ব উঠেছে। সুপ্রিমকোর্ট অত্যন্ত পবিত্র স্থান। এটা যেন কোনোভাবেই কুলুষিত না হয়, এখানে যাতে কোনো রকম অরাজকতা না হয় সেটা সকলের বিবেচনা করা উচিত।

যাবজ্জীবন মানে আমৃত্যু করাবাস এ নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, রায় দেখে কয়েকদিন পর এ বিষয়ে কথা বলবো। পূর্ণাঙ্গ রায়ে কিছু বক্তব্যে এসেছে। ভারতের কিছু জাজমেন্টের কথা উল্লেখ আছে বলে শুনেছি। সেই প্রেক্ষিতে এই ব্যাপারটা আমি নিজে দেখতে চাই।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক ও আইএলও’র কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস বি রেড্ডি উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer