Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ভাস্কর্য অপসারণ :৩ জুন জোট প্রতিবাদ দিবস ঘোষণা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২, ২৭ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ভাস্কর্য অপসারণ :৩ জুন জোট প্রতিবাদ দিবস ঘোষণা

ঢাকা : সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরিয়ে নেওয়ার প্রতিবাদ ও পুনঃস্থাপনের দাবিতে আগামী ৩ জুন শনিবার প্রতিবাদ দিবস পালন করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

দেশের সব জেলা ও উপজেলায় এ কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয়ভাবে ওইদিন সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

শনিবার বিকেলে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়েজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেন জোটরে সভাপতি গোলাম কুদ্দুস। একই সঙ্গে ভাস্কর্য অপসারণের প্রতিবাদকারীদের মধ্যে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন তিনি।

এ সময় বক্তব্য রাখেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, নাট্যজন আতাউর রহমান, নাট্যব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু , গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আখতারুজ্জামান প্রমুখ।

শনিবার বিকেলে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়েজিত  প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেন জোটরে সভাপতি গোলাম কুদ্দুস।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer