Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ভাসমান সবজি চাষ ও মসলা উৎপাদনের কৌশল বিষয়ক প্রশিক্ষণ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২:৪০, ২৩ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ভাসমান সবজি চাষ ও মসলা উৎপাদনের কৌশল বিষয়ক প্রশিক্ষণ

ছবি: বহুমাত্রিক.কম

সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যা ও জলাবদ্ধাপ্রবণ এলাকায় জলবায়ু পরিবর্তন অভিযোজন কৌশল, ভাসমান সবজি চাষ ও মসলা উৎপাদন প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষন অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পাবলিক লাইব্রেরিতে এই কার্যক্রম শুরু করে বিকাল ৫টায় শেষ হয়। এসময় প্রশিক্ষণে সদর ইউনিয়নের ১০জন ও বালিজুরী ইউনিয়নের ২০কৃষক ও কৃষানীকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ প্রদান করেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস ছালাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা এটিএম শফিকুল ইসলাম, লিটন চন্দ্র পাল, মোঃ আবুল হাসান, মোছাঃ পারুল আক্তার, মোহাম্মদ শাহীন, মেহেদী হাসান, তানবীর আহমেদ।

বালিজুরী ইউনিয়নের কৃষানী খাদিজা আক্তার, ফাতেমা আক্তার, সদরের আলী আহমদ, মধুসদন সরকার সহ ৩০জন প্রশিক্ষণ গ্রহণ করেন।

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবুস ছালাম বলেন, এবছর বছরের শুরুতেই বন্যা ও কিছু দিন আগেও বন্যায় কৃষকরা ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। এখনো পানি উপজেলার চারদিকে অবস্থান করছে। কৃষক ও কৃষানীদের বর্তমান পরিস্থিতির সাথে মোকাবেলা করে যুপযোগী কিছু প্রশিক্ষণ আমরা আজ হাতে কলমে দিয়েছি তা বাস্তবে কাজে লাগাতে পারলে কৃষক ও কৃষানীরা লাভবান হবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer