Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ভাল সাহিত্য সৃষ্টিতে ভাল বই পড়তে হবে

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৯, ৮ অক্টোবর ২০১৬

আপডেট: ০১:৩১, ৮ অক্টোবর ২০১৬

প্রিন্ট:

ভাল সাহিত্য সৃষ্টিতে ভাল বই পড়তে হবে

ছবি: বহুমাত্রিক.কম

যশোর : সমাজে শৃংখলাবোধ সৃষ্টিতে সাহিত্যের বিকল্প নেই। সমাজকে সঠিক ভাবে পরিচালনার জন্য কবিতার বিশেষ প্রয়োজন। আর ভাল সাহিত্য সৃষ্টিতে ভাল ভাল বই পড়তে হবে। যা বর্তমানে সাহিত্যিকদের মধ্যে প্রকট ভাবে অভাব দেখা যাচ্ছে। এ থেকে বেরিয়ে আসতে না পারলে আমাদের বাংলা সাহিত্যের অবস্থা আগামীতে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে।

বিদ্রোহী সাহিত্য পরিষদের ১৫৯তম সাহিত্য সভা ও অষ্টকবির জন্মোৎসব অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

শুক্রবার জেলা আইনজীবি সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত সাহিত্য সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মো ঃ সামসুজ্জামান এবং জন্মোৎসবে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি আমির হোসেন মিলন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোঃ মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছড়াকার ও ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক নাসির নজিরী, সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাব যশোরের নির্বাহী সদস্য তৌহিদ জামান।

বক্তব্য রাখেন অগ্নিবীনা কেন্দ্রীয় সংসদের সভাপতি নাঈম নাজমুল, কবি ও সাংবাদিক তহীদ মনি, অধ্যাপক আখতারুজ্জামান মনোহরী, নূরজাহান আরা নীতি।

বিদ্রোহী সাহিত্য পরিষদের সম্মানিত সদস্যের মধ্যে অক্টোবর মাসের জন্মদিন অষ্ট কবির জন্ম উৎসব অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন শেখ ইমামুল কবির, শাহরিয়ার সোহেল, পদ্মনাভ অধিকারী, গোলাম মোস্তফা মুন্না, ডা. অমল কান্তি সরকার, মো. সামসুজ্জামান, কাজী রকিবুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আবুল হাসান তুহিন, এডিএম রতন, স.ম আব্দুস সাত্তার, রহমান মুজিব, আ.ফ.ম আব্দুর রশিদ, মোমিনূর রহমান, এস এম তোজাম্মেল হক, কে, এম আনোয়ারুল ইসলাম,এস,এম আলীম আল রাজী কাজল, স্বপন মোহাম্মদ কামাল, আহমদ রাজু, আব্দুল আলিম, গোবিন্দ চন্দ্র বিশ্বাস, সাধন কুমার অধিকারী, মোস্তানূর ইসলাম স্বাক্ষর, সুমন বিশ্বাস, আমিরুজ্জামান, আব্দুল হালিম, রফিকুল পাশা, মনিরুজ্জামান, রেজাউল করিম রোমেল, গোবিন্দ লাল বসু, রহমান তৈয়ব, রিফাত খান, কমলেশ চক্রবর্তী, রেজাউল করিম, তুহিন হাসান, শেখ হামিদুল হক, শাম্মি আক্তার সাথী, আমান উল্লাহ,বৈদ্যনাথ মন্ডল, তানজিনা খাতুন, মেহেদি হাসান সবুজ, রবিউল হাসনাত সজল, ফারহাদ বিশ্বাস, আরশি গাইন, সানজিদা ফেরদৌস, সানজিদা খানম, অ্যাডভোকেট মাহমুদা খানম, অ্যাডভোকেট আহাদ আলী লস্কার (লাবণ্য)।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer