Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

ভাল ফল করা ছাত্ররা শেষ পর্যন্ত মেধাবী নাও হতে পারে

মো. অভি আলম

প্রকাশিত: ০২:৪৯, ১২ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ভাল ফল করা ছাত্ররা শেষ পর্যন্ত মেধাবী নাও হতে পারে

ঢাকা : ক্লাসে ভালো ফলাফল করা ছাত্রটাই যে মেধাবী হবে-শেষ পর্যন্ত সেটা কিন্তু সঠিক নয়। তাহলে চলুন বাস্তব কিছু যুক্তিতর্ক করি, এ কটা বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে ভাবছিলাম তবে লেখার সঠিক কম্বিনেশন করতে পারছিলাম না। আজকের বিপিএল খেলা দেখে লেখার কম্বিনেশনটা পেলাম।

মাঠের প্রথম দিকের রেকর্ড দেখলে দেখা যায়, সিলেট ক্লাসের ফার্স্ট বয় ছিলো। তবে মাঝপথে এসে বখে গেলো, এটাকে আমরা প্রথমিক শিক্ষার সাথে তুলনা করতে পারি।

মাঠের মাঝামাঝির দিকের রেকর্ড দেখলে দেখা যায়, কুমিল্লা ক্লাসের ফার্স্ট বয়, দীর্ঘ সময় ধরে পরীক্ষায় ১০০-তে ৯০ পেয়ে উত্তীর্ণ। এটাকে আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে তুলনা করতে পারি।

মাঠের শেষের দিকের রেকর্ড দেখলে দেখা যায়, ইতোপূর্বের ক্লাসের রেজাল্ট হোল্ডাররা ফাইনাল ম্যাচে আসতেই পারে নি, এটাকে কর্মজীবনের সুযোগের সাথে তুলনা করতে পারি এবং চূড়ান্তভাবে কে সফল হবে সেটাই বিষয়।

আমি মনেকরি মেধাবী বলে কিছুই নেই, সব কিছুই আত্মবিশ্বাস ও কর্মফলের ওপর নির্ভর করে।

লেখক : শিক্ষানবিস আইনজীবী, ঢাকা জজ কোর্ট। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer