Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ভারতের আলিপুরদুয়ারে ট্রেন লাইনচ্যুত হয়ে আহত ১২

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:০৯, ৭ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ভারতের আলিপুরদুয়ারে ট্রেন লাইনচ্যুত হয়ে আহত ১২

ঢাকা :ভারতে ফের আরও এক রেল দুর্ঘটনা। এবার লাইনচ্যুত হল আপ ক্যাপিটাল এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি দানাপুর থেকে কামাখ্যার পথে যাচ্ছিল।

আলিপুরদুয়ারের শামুকতলা রোড স্টেশনের কাছে লাইনচ্যুত হয় ট্রেনের ইঞ্জিন সহ ২টি বগি। ঘটনায় আহত হয়েছেন ১২ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার রাত ৯.১৫ নাগাদ শামুকতলা রোড স্টেশনের কাছে এসে হঠাৎ লাইন থেকে বেড়িয়ে যায় ইঞ্জিন। ইঞ্জিন গিয়ে সোজা পড়ে যায় পাশের খালে। ইঞ্জিন ছেড়ে যাওয়ার ফলে সামনের দুই বগির একটির উপর অপরটি উঠে গিয়েছে।

ঘটনার তদারকি করতে আসছেন উত্তর-পূর্ব সীমান্তের রেল আধিকারিকরা। জানা গিয়েছে মাত্র ৩০ কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছিল ট্রেনটি। এই গতিবেগে টেনের লাইনচ্যুত হয়ে যাওয়া প্রায় অসম্ভব বিষয়। তাই খতিয়ে দেখা হবে লাইনের অবস্থা। পাশাপাশি এমন অবাক করা দুর্ঘটনার জন্য নাশকতার আশঙ্কা দেখছে রেল কর্তৃপক্ষ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer