Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ভারতে বন্ধ হয়ে গেল ই-বে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৮, ১৭ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ভারতে বন্ধ হয়ে গেল ই-বে

ঢাকা : বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান ই-বে ভারতে তাদের কার্যক্রম শুরু করেছিল বেশ কয়েক বছর আগেই। তবে অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে তারা ভারত থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে।

২০১৬ সালে তাদের লোকসান হয় ২৬২ কোটি রুপি। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি সাইটটি।

গত ১৪ আগস্ট থেকে ভারতে সেবা দেওয়া বন্ধ করে দিয়েছে ই-কমার্স সাইট ‘ই-বে’। সাইটটি থেকে গ্রাহকরা এখন আর কোনো পণ্য কিনতে পারছেন না। তবে আগে যাঁরা অর্ডার করেছেন তাঁরা যথাসময়ে পণ্য পাবেন বলে নিশ্চিত করেছে গত বছর ভারতের ই- বের ব্যবসা অধিগ্রহণ করা প্রতিষ্ঠান ফ্লিপকার্ট।

সাইটটি থেকে আগে কেনা পণ্যের ওয়ারেন্টিও ৩০ আগস্ট পর্যন্ত দেওয়া হবে বলে জানানো হয়েছে।

২০০৪ সালে ভারতে ব্যবসা শুরু করে ই-বে। শুরুর কয়েক বছর ভালো করলেও পরবর্তী সময়ে এই বাজারে ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিলের সঙ্গে কঠিন প্রতিযোগিতায় পড়ে ই-বে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer