Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ভারতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কমপক্ষে ১৮ মাওবাদী নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৯, ২৪ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ভারতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কমপক্ষে ১৮ মাওবাদী নিহত

ঢাকা : ভারতের পূর্বাঞ্চলে সোমবার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কমপক্ষে ১৮ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে।

পুলিশ জানায়, উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশ রাজ্যের সীমান্তবর্তী এলাকায় ৩০-৪০ মাওবাদী বিদ্রোহীর বৈঠকের খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ বেঁধে যায়।
উড়িষ্যা থেকে টেলিফোনে পুলিশের সহকারি-পরিদর্শক সি কে ধাড়–য়া বলেন, ‘পুলিশ এ পর্যন্ত ১৮ মাওবাদীর লাশ উদ্ধার করেছে।

তিনি বলেন, উদ্ধার অভিযান এখনও চলছে। বৈঠকে অনেক মাওবাদী থাকায় মৃতের সংখ্যা বাড়ার সম্ভবনা রয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্দুকযুদ্ধের সময় দুই পুলিশ আহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

ধাড়–য়া বলেন, ঘটনাস্থল থেকে তিনটি একে-৪৭ ও সেলফ-লোডিং রাইফেলসহ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

চীনের বিপ্লবী নেতা মাও সেতুংয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৬০ এর দশকে ভারতে মাওবাদী বিদ্রোহ শুরু হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer