Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ভারতে দেশীয় প্রযুক্তিতে তৈরি গ্লাইড বোমার সফল পরীক্ষা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৯, ৪ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ভারতে দেশীয় প্রযুক্তিতে তৈরি গ্লাইড বোমার সফল পরীক্ষা

ঢাকা : উড়িষ্যার চাঁদিপুরে ভারতীয় বিমান বাহিনীর বিমান থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি গ্লাইড বোমার সফল পরীক্ষা করা হয়েছে।

এই বোমাটিকে (স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড) বিমান থেকে নিক্ষেপ করা হয় এবং এটি নির্দিষ্ট লক্ষ্যে প্রায় নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম হয়। খবর সিহুয়ার।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞতিতে বলা হয়, বিভিন্ন নিক্ষেপ স্থিতিতে মোট তিনবার এর পরীক্ষা চালানো হয় এবং প্রতিটি ক্ষেত্রেই তা সফল হয়। রিসার্চ সেন্টার ইমারত (আরসিআই), ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ওর্গ্যানাইজেশন (ডিআরডিও) এবং ভারতীয় বিমান বাহিনীর বিভিন্ন পরীক্ষাগারে যৌথভাবে এটি তৈরি করে।

প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন ডিআরডিও এবং বিমান বাহিনীকে এই সফল পরীক্ষার জন্য অভিনন্দন জানিয়েছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer