Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ভারত সফরে যাচ্ছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১০, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ২১:১৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

প্রিন্ট:

ভারত সফরে যাচ্ছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদল

ঢাকা : মার্কিন কংগ্রেসের দুটি বড় প্রতিনিধিদল ভারত সফর করতে যাচ্ছে। দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে তাঁকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

সেই বন্ধুত্বের প্রসার আরও বাড়িয়ে নিতে প্রতিনিধিদলের এ সফর বলে ধারণা করা হচ্ছে।

২৭ সদস্যের ওই দলের মূল উদ্দেশ্য ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য প্রসারের বিষয়টি আরও এগিয়ে নেওয়া। রিপাবলিকান ও ডেমোক্র্যাট মিলিয়ে প্রথম দলটিতে ১৯ ও দ্বিতীয়টিতে রয়েছেন আট কংগ্রেস ম্যান। আগামী ২০ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত নয়াদিল্লি ও হায়দরাবাদে থাকবে প্রথম দলটি। আর দ্বিতীয় দলটি বেঙ্গালুরু হয়ে ফিরবে ২৩ ফেব্রুয়ারি।

দুই দেশ আলোচনার বিষয় হিসেবে থাকবে প্রতিরক্ষা, নিরাপত্তা, আন্তর্জাতিক জঙ্গি-সন্ত্রাসবাদ দমন ইস্যু। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দের যাতে কোনো বিপত্তিতে পড়তে না হয় সেজন্য ভারত সরকার এ আলোচনায় `এইচ-ওয়ান বি ভিসার` ইস্যুটি তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer