Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ভারত সকল ক্ষেত্রে শত্রুদের মোকাবেলায় সক্ষম : মোদি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৮, ১৫ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ভারত সকল ক্ষেত্রে শত্রুদের মোকাবেলায় সক্ষম : মোদি

ঢাকা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার দেশটির স্বাধীনতা দিবসের ভাষণে বলেন, ‘ভারতের বিরুদ্ধে যেসব বিদেশী শক্তি আগ্রাসন চালাতে চাইছে’ আমরা তাদের মোকাবেলা করতে সক্ষম।

হিমালয় উপত্যাকায় যখন ভারত ও চীনের সৈন্যরা মুখোমুখি অবস্থান নিয়েছে, ঠিক সেই মুহূর্তে মোদি এই মন্তব্যটি করলেন। খবর এএফপি’র।

মোদি দিল্লীর ঐতিহাসিক লালকেল্লায় কয়েক হাজার মানুষের সামনে এই ভাষণে আরো বলেন, ‘দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রথম ও প্রধান দায়িত্ব।’

ভারত আজ দেশটির স্বাধীনতার ৭০ বছর পূর্তি পালন করছে। সুদীর্ঘ ব্রিটিশ শাসনের অবসানের পর দেশটি স্বাধীনতা লাভ করে।

হিন্দু জাতীয়তাবাদী নেতা তার বক্তৃতায় আরো বলেন, ‘সমুদ্র অথবা স্থল সীমান্ত, সাইবার বা মহাকাশ সকল ক্ষেত্রে ভারত শত্রুদের মোকাবেলায় সক্ষম। আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসনকারীদের প্রতিহত করার মতো শক্তি আমাদের রয়েছে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer