Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ভারত থেকে ৬০০ বাস ও ৫০০ ট্রাক আসবে : সেতুমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০২, ২ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ভারত থেকে ৬০০ বাস ও ৫০০ ট্রাক আসবে : সেতুমন্ত্রী

ঢাকা : ভারতীয় ঋণের আওতায় এক হাজারের বেশি বাস-ট্রাকসহ সড়ক নির্মাণের সরঞ্জামাদি আনার প্রক্রিয়া এগিয়ে চলেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার রাজধানীর মহাখালীর সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, দ্বিতীয় ধাপের ঋণচুক্তির আওতায় ভারত থেকে ৬০০ বাস ও ৫০০ ট্রাকসহ কিছু সড়ক নির্মাণ সরঞ্জামাদি বাংলাদেশের পাওয়ার কথা। সেগুলোর বৈশিষ্ট্য নিয়ে কিছু আপত্তির কথা ভারতকে জানানো হয়েছে।

খুব শিগগিরই এ যানবাহন আসার প্রক্রিয়া শুরু হবে বলে আশা প্রকাশ করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, “বিষয়টা এখন একটি শেইপ নিয়েছে; আশা করছি খুব শিগগিরই… যেটা আমাকে ইন্ডিয়ান হাই কমিশনার বলেছেন, টেন্ডার প্রসেসে যাচ্ছে, ট্রেন্ডার ফ্লোট হলে সেকেন্ড লাইন অব ক্রেডিটে বাস এবং ট্রাক আনার যে অন্তরায় ছিল তা দুর হয়ে যাচ্ছে। ”

 

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer