Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ভারত ছাড়লে আর ফিরতে পারবেন না তসলিমা নাসরিন!

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০২:০০, ১৯ আগস্ট ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ভারত ছাড়লে আর ফিরতে পারবেন না তসলিমা নাসরিন!

ঢাকা : ভারতে আর বসবাস করতে পারবেন না তসলিমা নাসরিন!! আর তিনি যদি ভারত ছাড়েন, তা হলে, সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী এ দেশে আর ফিরতে পারবেন না লেখিকা! তবে, ভারতে বসবাসের জন্য ফের তাঁকে অনুমতি দেওয়া হবে কি না, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় লেখিকার কাছে৷ আর যে কারণে, তিনি এখন যারপরনায় উদ্বিগ্ন৷

অথচ, ভারতে বসবাসের জন্য তসলিমা নাসরিনকে ৫০ বছরের অনুমতি দেওয়া হবে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল৷ কিন্তু, এ দেশে বসবাসের জন্য সর্বশেষ সরকারি অনুমতির সময়সীমাও ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে৷ যে কারণে, তাঁকে যাতে এ দেশে থাকার অনুমতি দেওয়া হয়, তার জন্য কয়েক মাস আগে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনও জানিয়েছেন লেখিকা৷ অথচ, এখনও পর্যন্ত ওই আবেদনের বিষয়ে কিছু জানেন না তসলিমা নাসরিন৷

এ দিকে, ইউরোপের সাহিত্য উৎসবেও অংশ নিতে পারছেন না লেখিকা৷ কারণ, ভারতে বসবাসের জন্য ইতিমধ্যেই সর্বশেষ সরকারি অনুমতির সময়সীমা পেরিয়ে গিয়েছে৷ যে কারণে, ইউরোপের ওই সাহিত্য উৎসবে অংশগ্রহণের জন্য তিনি যদি ভারত ছাড়েন, তা হলে এ দেশে আর ফিরে আসতে পারবেন না৷

সব মিলিয়ে যারপরনায় উদ্বিগ্ন তসলিমা নাসরিন একের পর এর টুইট করেছেন৷ ওই সব টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর দৃষ্টি আকর্ষণ করেছেন লেখিকা৷ অথচ, এখনও পর্যন্ত তসলিমা নাসরিনের টুইটারে এমন কোনও বার্তা নেয়, যার মাধ্যমে ভারতে বসবাসের জন্য সরকারি অনুমতির বিষয়টি স্পষ্ট হতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর প্রতি টুইটারে কী আর্জি জানিয়েছেন তসলিমা নাসরিন? টুইটারে লেখিকা এমনই জানিয়েছেন যে, ভারতে বসবাসের জন্য ৫০ বছরের অনুমতি দেওয়ার কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ অথচ, এখনও এক বছরের জন্যেও অনুমতি পাননি তিনি৷ পরবর্তী টুইটে তসলিমা নাসরিন এমনই জানিয়েছেন যে, ইউরোপের সাহিত্য উৎসবে তিনি অংশ নিতে চাইছেন৷ অথচ, ভারতে বসবাসের জন্য অনুমতিপত্র না নিয়ে তিনি যদি ভারত ছাড়েন, তা হলে তিনি আর এ দেশে ফিরতে পারবেন না৷ যে কারণে, ভারতে বসবাসের জন্য অনুমতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আর্জিও জানিয়েছেন৷

তৃতীয় টুইটে লেখিকা এমন জানিয়েছেন, ভারতে বসবাসের জন্য সরকারি অনুমতির সময়সীমা শেষ হয়ে গিয়েছে৷ ফের অনুমতির জন্য তিনি আবেদন করেছেন কয়েক মাস আগে৷ অথচ, এখনও পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কোনও উত্তর আসেনি৷ যে কারণে তিনি উদ্বিগ্ন৷ তসলিমা নাসরিন যাতে ভারতে বসবাসের জন্য কেন্দ্রীয় সরকারের অনুমতি পেতে পারেন, তার জন্য পাল্টা টুইটও করেছেন অনেকে৷ কোনও মহল থেকে যেমন টুইট করা হয়েছে, তসলিমা নাসরিন সুইডেনের নাগরিক৷ কিন্তু, তিনি ভারতে থাকতে চাইছেন। কারণ এ দেশ তাঁর বাড়ি৷

ওই একই মহল থেকে দ্বিতীয় টুইটে জানানো হয়েছে, তসলিমা নাসরিন এ দেশের সম্পদ৷ যে কারণে, নাগরিকত্ব দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য আর্জিও জানানো হয়েছে৷ কেউ আবার এমন বলেছেন, বেআইনিভাবে অনেকে এ দেশের নাগরিকত্ব পেয়েছেন৷ তা হলে, আইনত এক জন যোগ্য মানুষকে কেন নাগরিকত্ব দেওয়া হবে না?

কলকাতা২৪

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer