Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

ভাওয়াল উদ্যানের জোত জমি অবাধে ব্যবহারের সুযোগ চান মালিকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৮, ২১ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ভাওয়াল উদ্যানের জোত জমি অবাধে ব্যবহারের সুযোগ চান মালিকরা

ছবি: বহুমাত্রিক.কম

গাাজীপুর : গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতর স্থিত জমির মালিকরা অবাধে জমি ব্যবহারের অনুমতি অথবা উপযুক্ত মূল্যে অধিগ্রহণের দাবি জানিয়েছেন।

রোববার এ নিয়ে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন জোত জমির মালিকরা।

সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধনে দাবির স্বপক্ষে নিজেদের যৌক্তিতা তুলে ধরেন তারা। এসময় জোত মালিকদের পক্ষে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, হাজী মো. সালাহ উদ্দিন, সহিজউদ্দিন মন্ডল, আলা উদ্দিন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতর জোত জমি রয়েছে। ৪৪ বছর আগে নামমাত্র মূল্যে কিছু জমি অধিগ্রহণ করা হলেও বেশির ভাগ জমি অধিগ্রহণ না করেই চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করে। এর ফলে ওই জমিতে নিয়মিত চাষাবাদ করা দুরুহ হয়ে পড়েছে।

তারা বলেন, অনেক সময় বন্যপাণি এসব ফসল নষ্ট করে ফেলে। কিন্তু এসব জমি বিক্রি করতেও সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। এ অবস্থায় জমি জোত জমি অবাধে ভোগ দখল অথবা উপযুক্ত মূল্যে অধিগ্রহণ করা হলে এ অঞ্চলের চাষীরা উপকৃত হবেন।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer