Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ব্র্যাককে ৪০৪ কোটি টাকা আয়কর দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৭, ৩ আগস্ট ২০১৬

আপডেট: ১৯:৪৫, ৩ আগস্ট ২০১৬

প্রিন্ট:

ব্র্যাককে ৪০৪ কোটি টাকা আয়কর দিতে হবে

ঢাকা: পাওনা হিসেবে ৪০৪ কোটি টাকা কর সরকারকে পরিশোধ করতে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটিকে (ব্র্যাক) নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বুধবার দুপুরে এ সংক্রান্ত সরকারের করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। আদালতে ব্র্যাকের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও আসাদুজ্জামান।

অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর। মামলার বিবরণী থেকে জানা যায়, ১৯৯৩-৯৪ থেকে ২০১১-১২ সাল পর্যন্ত মোট ১১ করবর্ষে মোট ৪০৪ কোটি ২০ লাখ টাকা আদায়ে জরিমানা দাবিনামা জারি করে ঢাকার ডেপুটি কর কমিশনার।

এরপর ট্যাক্সের অ্যাপিলেট ট্রাইব্যুনালে মামলা করে ব্র্যাক। দুটি আদালতই কর আদেশ বহাল রাখে। এর বিরুদ্ধে হাইকোর্টে ১১টি ইনকাম ট্যাক্স রেফারেন্স দাখিল করে।

২০১৪ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট ব্র্যাককে জনহিতকর প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে কর থেকে অব্যাহতি প্রদানের রায় দেন। পরে এর বিরুদ্ধে ১১টি আপিল দায়ের করে ঢাকার কর কমিশনার। সেই আবেদনের শুনানি শেষে হাইকোর্টের রায় বাতিল করে কর কমিশনারের সিদ্ধান্ত বহাল রাখেন। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer