Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ব্রিটেনে পুরুষ মাছের লিঙ্গ বদলে যাচ্ছে?

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৮, ৩ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ব্রিটেনে পুরুষ মাছের লিঙ্গ বদলে যাচ্ছে?

ঢাকা : লিঙ্গ বদলে ফেলার জন্য মানুষকে কত চেষ্টা চরিত্রই না করতে হয়। কিন্তু অন্য প্রাণীদের ক্ষেত্রে লিঙ্গ পরিবর্তন, বিশেষ করে মাছেদের বেলায় সেটা কেমন?

আগে এমন কথা শোনা না গেলেও, এখন জানা যাচ্ছে ব্রিটেনে মিষ্টি পানির পুরুষ মাছেদের অন্তত কুড়ি শতাংশের লিঙ্গ আপনা থেকেই বদলে যাচ্ছে।

তারা ক্রমশ নারী লিঙ্গের মাছের মত আচরণ করতে শুরু করেছে। এমনকি কিছুকিছু পুরুষ মাছ ডিমও দিচ্ছে।আবার অনেক পুরুষ মাছের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে।

এর কারণ আর কিছুই না। বলা হচ্ছে, রাসায়নিক প্রতিক্রিয়ার কারণে বদলে যাচ্ছে পুরুষ মাছের লিঙ্গ।বিজ্ঞানীরা বলছেন, এজন্য যে দুশোটির বেশি রাসায়নিক দায়ী, এর মধ্যে আছে মানুষের ব্যবহৃত জন্ম নিরোধক ওষুধপত্রও।

ব্রিটেনে এক বৈজ্ঞানিক গবেষণা দেখা গেছে, পয়-নিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে মানুষের শরীর থেকে যেসব রাসায়নিক বের হয়ে যাচ্ছে, তা প্রবাহিত হয়ে মিষ্টি পানির মাছেদের মধ্যে গিয়ে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য বদলে দিচ্ছে।

বিবিসি বাংলা

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer