Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া-কলকাতা রুটে বাস সার্ভিস চালু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৫, ২৬ আগস্ট ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ব্রাহ্মণবাড়িয়া-কলকাতা রুটে বাস সার্ভিস চালু

ঢাকা : ব্রাহ্মণবাড়িয়া-কলকাতা রুটে রয়েল কোচ নামে নতুন একটি বাস সার্ভিস চালু করা হয়েছে। শুক্রবার সকালে শহরের ভাদুঘর পৌর বাস টার্মিনালে নতুন এ বাস সার্ভিসের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। খবর বাসস’র 

রয়েল কোচ সার্ভিসের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরা রাজ্য ও পশ্চিমবঙ্গবাসীকে এবার বাংলার প্রীতি বন্ধনে আবদ্ধ করতেই রয়েল কোচ নতুন এ সার্ভিস চালু করেছে।

তিনি জানান,এখন থেকে প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা বাসস্ট্যান্ড থেকে দুটি বাস কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে। যাত্রাপথে ঢাকা থেকেও যাত্রী ওঠানো হবে। একইভাবে কলকাতা থেকে দুটি বাস ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

তিনি আরো জানান, প্রতিটি বাসে আসন সংখ্যা থাকবে ৩৪টি। প্রতি সীটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৬শ’ থেকে ১৮শ’ টাকা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer