Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

মোবাইল টাওয়ার ব্যবহারে নীতিমালা করতে বিটিআরসিকে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৩, ১১ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মোবাইল টাওয়ার ব্যবহারে নীতিমালা করতে বিটিআরসিকে নির্দেশ

ঢাকা : বাংলাদেশে মোবাইল কোম্পানির টাওয়ার কিভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে নীতিমালা তৈরি করে আট সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত ২৭ মার্চ বাংলাদেশে মোবাইল কোম্পানির টাওয়ার থেকে নিঃসৃত বিকিরণে মানবস্বাস্থ্যের ঝুঁকি আছে কিনা, তা নিরুপণে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ তিনটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন হাইকোর্ট।

মঙ্গলবার রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিনাত হক সাংবাদিকদের বলেন, ‘তিন সংস্থায় যোগাযোগ করতে আরও সময় প্রয়োজন উল্লেখ করে তিন মাসের সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন ।’

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ। তিনি সাংবাদিকদের বলেন, ‘১০ এপ্রিলের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের একটি নির্দেশ দেওয়া ছিল। আজ মঙ্গলবার সে বিষয়ে শুনানি নিয়ে আদালত একটি নীতিমালা তৈরিতে সময় বেঁধে দিয়েছেন।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer