Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ব্যাটিং ঝড় তুলতে ঢাকায় গেইল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০২, ২৫ নভেম্বর ২০১৬

আপডেট: ২০:১৪, ২৫ নভেম্বর ২০১৬

প্রিন্ট:

ব্যাটিং ঝড় তুলতে ঢাকায় গেইল

ঢাকা: জাতীয় দলের হয়ে ব্যস্ততার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুতে দেখা যায়নি তাঁকে। কিছুটা দেরিতে হলেও শেষ পর্যন্ত ঢাকায় এলেন টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইল। বিপিএল মাতাতে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেছেন তিনি।

আপাতত পাঁচ ম্যাচের চুক্তিতে চিটাগং ভাইকিংসের হয়ে খেলবেন গেইল। চিটাগং ফাইনালে উঠলে এই ক্যারিবীয় তারকার সঙ্গে চুক্তির মেয়াদও বাড়বে।

গেইল ঢাকায় এসে পৌঁছায় দারুণ খুশি দলটির ম্যানেজার হাসানুজ্জামান ঝড়ু। তিনি বলেন, ‘গেইলের মতো খেলোয়াড় আসায় আমাদের দলের মনোবল অনেকখানি চাঙ্গা হবে।  তাঁকে দেখে দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে আরো উন্নতি হবে বলে আমার বিশ্বাস। আপাতত তাঁর সঙ্গে আমাদের পাঁচ ম্যাচের চুক্তি হয়েছে। ম্যাচ বাড়লে চুক্তির মেয়াদও বাড়বে।’

অবশ্য গেইল আসায় মধুর সমস্যার মুখোমুখি হতে হবে চিটাগংকে। কারণ দলটির বিদেশি খেলোয়াড়রা বেশ ফর্মে আছেন। ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথ, পাকিস্তানের শোয়েব মালিক ও ইমরান খান এবং আফগানিস্তানের মোহাম্মদ নবি সবাই নিজ নিজ বিভাগে ভালোই সাফল্য পাচ্ছেন। এঁদের কাকে বসিয়ে গেইলকে খেলানো হবে সেটা নিয়েই সমস্যায় পড়তে হবে চিটাগংকে।

বিপিএলে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে চিটাগং ভাইকিংস। এখন পর্যন্ত তারা জিতেছে চার ম্যাচ এবং হেরেছে চার ম্যাচ। প্রথম ম্যাচে জয়ের পর টানা চার ম্যাচ হেরে বেশ বিপাকেই পড়ে গিয়েছিল তারা। শেষপর্যন্ত চট্টগ্রামে তিন ম্যাচ জিতে আবার লড়াইয়ে ফিরেছে তামিম ইকবালের দলটি।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer