Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

ব্যর্থতার জন্য ক্ষমা চাইলেন বান কি মুন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫২, ২ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ব্যর্থতার জন্য ক্ষমা চাইলেন বান কি মুন

ঢাকা : হাইতিতে মহামারি আকারে কলেরা ছড়িয়ে পড়া রোধে জাতিসংঘ শান্তিরক্ষীরা যথেষ্ট ভূমিকা পালন না করায় সংস্থার মহাসচিব বান কি-মুন বৃহস্পতিবার প্রথমবারের মতো হাইতির জনগণের কাছে ক্ষমা চেয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি বলেন, এক্ষেত্রে ‘জাতিসংঘের পক্ষ থেকে আমি খুবই স্পষ্টভাবে বলতে চাই যে, আমরা হাইতির জনগণের কাছে ক্ষমা চাচ্ছি।’

বান বলেন, ‘আমরা হাইতিতে কলেরার প্রাদুর্ভাব ও ছড়িয়ে পড়া রোধে যথার্থ পদক্ষেপ নিতে পারিনি। তাই আমরা সেখানে আমাদের ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করছি।’

বিশেষজ্ঞদের মতে, ২০১০ সালে ভয়াবহ ভূমিকম্পের পর পাঠানো কলেরা-আক্রান্ত নেপালী শান্তিরক্ষীদের কাছ থেকেই হাইতিতে রোগটি ছড়িয়ে পড়ে। নাজুক স্বাস্থ্য ব্যবস্থার কোন দেশে কলেরা হচ্ছে একটি বড় চ্যালেঞ্জ।

উল্লেখ্য, হাইতি কলেরায় নয় হাজারের বেশী লোকের মৃত্যু হয়েছে এবং প্রায় আট লাখ লোক এতে আক্রান্ত হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer