Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বোলিংয়ে ছয়ে মুস্তাফিজ , ব্যাটিংয়ে দশে সাব্বির

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২২, ২৭ জুন ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বোলিংয়ে ছয়ে মুস্তাফিজ , ব্যাটিংয়ে দশে সাব্বির

ঢাকা : বল হাতে সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না মুস্তাফিজুর রহমানের। সদ্যসমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফিতে দল ভালো খেললেও কাটার-মাস্টার ছিলেন একেবারেই নিষ্প্রভ।

চার ম্যাচ খেলে মাত্র দুই উইকেট পেয়েছিলেন তিনি। ওয়ানডে ক্রিকেটে এই সময়টা ভালো না কাটলেও টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর র‍্যাংকিংটা বেশ ভালো জায়গায় রয়েছে। টি-টোয়েন্টির বোলিং বিভাগে আইসিসির হালনাগাদ র‍্যাংকিংয়ে মুস্তাফিজের অবস্থান ষষ্ঠ।

এই বিভাগে সেরা দশে রয়েছেন আরেক বাংলাদেশি, সাকিব আল হাসান। তিনি রয়েছেন নয় নম্বরে। মুস্তাফিজের রেটিং পয়েন্ট ৬৯৫ আর সাকিবের ৬৪৮। পাকিস্তানি বোলার ইমাম ওয়াসিম শীর্ষে ৭৮০ রেটিং পয়েন্ট নিয়ে।

টি-টোয়েন্টির হালনাগাদ র‍্যাংকিংয়ে ব্যাটিং বিভাগে শীর্ষ দশে উঠে এসেছেন বাংলাদেশি ক্রিকেটার সাব্বির রহমান। তাঁর রেটিং পয়েন্ট ৬২৭।

অবশ্য টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় শীর্ষেই আছেন সাকিব। এই বাংলাদেশি তারকার রেটিং পয়েন্ট ৩৫৪।

টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিং
১. বিরাট কোহলি (৭৯৯)
২. অ্যারন ফিঞ্চ (৭৮৭)
৩. কেইন উইলিয়ামসন (৭৪৫)
৪. গ্লেন ম্যাক্সওয়েল (৭১৮)
৫. জো রুট (৬৯৯)
৬. অ্যালেক্স হেলস (৬৭৪)
৭. ফাফ দু প্লেসি (৬৬৪)
৮. মোহাম্মদ শেহজাদ (৬৬৪)
৯. হ্যামিল্টন মাসাকাদজা (৬৫৭)
১০. সাব্বির রহমান (৬২৭)

টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিং
১. ইমাদ ওয়াসিম (৭৮০)
২. জাসপ্রিত বুমরাহ (৭৬৪)
৩. ইমরান তাহির (৭৪৪)
৪. রশিদ খান (৭১৭)
৫. স্যামুয়েল বদ্রি (৭১৭)
৬. মুস্তাফিজুর রহমান (৬৯৫)
৭. জেমস ফকনার (৬৮৮)
৮. সুনীল নারাইন (৬৫২)
৯. সাকিব আল হাসান (৬৪৮)
১০. রবিচন্দ্রন অশ্বিন (৬৪৪)

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer