Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

বেড়েছে দেশি পেঁয়াজের দাম, কমেছে সবজি ও মাছের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৬, ২ ডিসেম্বর ২০১৬

আপডেট: ১৪:০২, ২ ডিসেম্বর ২০১৬

প্রিন্ট:

বেড়েছে দেশি পেঁয়াজের দাম, কমেছে সবজি ও মাছের দাম

ঢাকা: রাজধানীর কাঁচা বাজারগুলোতে কমেছে সবজির দাম। তবে কেজি প্রতি ৫ টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম।

অন্যদিকে প্রতি কেজি পাইজাম বিক্রি হচ্ছে ৪০ টাকা, আঠাশ ৪২, উনত্রিশ চাল বিক্রি হচ্ছে ৩৮ টাকা, মিনিকেট ৪৮, নাজিরশাইল ৫২ টাকা ও পোলাউ চাল মানভেদে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১১০ টাকায়।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪২ টাকায়। ভারতীয় পেঁয়াজ ৩২ টাকা, দেশি আদা ১২০-১২৫ টাকা এবং চায়না আদা ৮০-৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি রসুন ৯০ টাকা, একদানা রসুন ১৫০ টাকা ও চায়না রসুন ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৬৫ টাকা, আলু ৩০ টাকা, করলা ৪৫ টাকা, বেগুন ৪০ টাকা, গাজর ৫০ টাকা, পটল ৪০ টাকা, শসা ৪০ টাকা, বরবটি ৫০ টাকা এবং পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে।

মাছের দামও কমেছে কিছুটা। প্রতি কেজি রুই আকার ভেদে ২৫০-৩০০ টাকা, কাতল ২৫০ টাকা, চাষের কৈ ২০০-২৫০ টাকা,পাঙ্গাস ১২০, তেলাপিয়া ২০০, বাইন ৪০০-৬০০ টাকা, চায়না পুঁটি ১৫০-১৬০ টাকা, ছোট চিংড়ি ৩৬০ ও বড় ৬২০ টাকা, শিং মাছ ৫৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৪০ টাকা, লেয়ার ১৬০ টাকা, গরুর মাংস ৩৫০ টাকা এবং খাসির মাংস ৫৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি মুরগি আকার ভেদে প্রতিটি বিক্রি হচ্ছে ৩০০-৪০০ টাকায়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer