Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

বেসিস নির্বাচনে মোস্তফা জব্বারের নেতৃত্বাধীন প্যানেল জয়ী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৯, ২৫ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বেসিস নির্বাচনে মোস্তফা জব্বারের নেতৃত্বাধীন প্যানেল জয়ী

ঢাকা : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে নয়টি পদের মধ্যে সাতটিতে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন আনন্দ কম্পিউটারসের প্রধান নির্বাহী মোস্তাফা জব্বারের নেতৃত্বাধীন ডিজিটাল ব্রিগেড প্যানেল।

অন্যদিকে মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবিরের নেতৃত্বাধীন দ্য চেঞ্জ মেকারস প্যানেল থেকে সোনিয়া বশিরসহ দুজন বিজয়ী হয়েছেন।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজারস্থ বিডিবিএল ভবনের ৫ম তলায় তিন বছর মেয়াদি (২০১৬-১৯) এ নির্বাচনের ভোটগ্রহণ চলে।

নির্বাচনে ডিজিটাল ব্রিগেড প্যানেলে থেকে সাধারণ সদস্য ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন―ফারহানা এ রহমান (প্রাপ্ত ভোট ১৮৫), মোস্তাফা জব্বার (প্রাপ্ত ভোট ১৮১), এম রাশিদুল হাসান (প্রাপ্ত ভোট ১৭৭), রাসেল টি আহমেদ (প্রাপ্ত ভোট ১৭৫), রিয়াদ এস এ হোসাইন (প্রাপ্ত ভোট ১৬৫), মো. মোস্তাফিজুর রহমান সোহেল (প্রাপ্ত ভোট ১৬৩)। এ ছাড়াও এ প্যানেল থেকে উত্তম কুমার পাল ৬৮ ভোট পেয়ে সহযোগী সদস্য ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন।

অন্যদিকে দ্য চেঞ্জ মেকারস প্যানেল থেকে সোনিয়া বশির কবির ১৫২ ভোট ও সৈয়দ আলমাস কবির ১৭৪ ভোট পেয়ে সাধারণ সদস্য ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer