Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বেল্ট অ্যান্ড রোড ফোরামে যোগ দিতে চীনে যাচ্ছেন শিল্পমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৬, ১২ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বেল্ট অ্যান্ড রোড ফোরামে যোগ দিতে চীনে যাচ্ছেন শিল্পমন্ত্রী

ঢাকা : বেল্ট অ্যান্ড রোড ফোরামে যোগদিতে চীন যাচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আগামী রোববার চীনের বেইজিংয়ে দু’দিন ব্যাপী উচ্চ পর্যায়ের শুরু এই ফোরাম শুরু হবে। বেইজিংয়ের চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টারে দু’দিন ব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার রাতে চীনের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের সভাপতি জু সাওশি এর আমন্ত্রণে শিল্পমন্ত্রী এ ফোরামে যোগ দিচ্ছেন। এতে ১০০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

তারা দুর্বল ও অস্থিতিশীল বিশ্ব অর্থনীতি থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করবেন। এ ক্ষেত্রে শক্তিশালী আন্তঃযোগাযোগ ও গভীর সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে।

এতে অংশ গ্রহণের ফলে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে শিল্প, ভৌত অবকাঠামো, প্রযুক্তি ও সৃজনশীল উদ্ভাবনে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহায়তার ক্ষেত্র প্রসারিত হবে।

পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, শিল্পখাতে সহায়তা জোরদার, শ্রমঘন শিল্প ও প্রযুক্তি স্থানান্তরের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। শিল্পমন্ত্রীর আগামী ১৮ মে দেশে ফেরার কথা রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer