Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বেরোবির সাক্ষাৎকার ও ইবির পরীক্ষা একইদিনে: বিপাকে শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৬, ২৭ নভেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বেরোবির সাক্ষাৎকার ও ইবির পরীক্ষা একইদিনে: বিপাকে শিক্ষার্থীরা

ফাইল ছবি

রংপুর : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে উত্তীর্ণদের সাক্ষাৎকার ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একই দিনে হওয়ায় বিপাকে পড়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

জানা যায়, আগামী ৪ ও ৫ ডিসেম্বর উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাতকারের জন্য ডেকেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ৪ ডিসেম্বর থেকে শুরু হবে ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি)২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষা । এমতাবস্থায় বেরোবিতে সাক্ষাৎকারের জন্য সিদ্ধান্তহীনতায় পড়ছে উত্তীর্ণরা ।

বেরোবি ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার ৪ ও ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে। এবং যারা এই সাক্ষাৎকারে অংশ নিতে অপরাগতা দেখাবে তারা পরবর্তীতে আর সাক্ষাৎকার দিতে পারবেন না। কিংবা ভর্তিও হতে পারবেন না।

অপরদিকে ইবি সূত্রে জানা যায়,তাদের এ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর শুরু হয়ে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।

বেরোবির ‘সি’ ইউনিটে মানবিক শাখা হতে ৫৫ মেরিট পজিশনে থাকা সায়েম সারওয়ার সরকার জানান,‘আমি ইবিতেও ফরম তুলেছি। কিন্তু ওখানে আমার ৪ ও ৫ ডিসেম্বর পরীক্ষা আছে। আবার এখানে একই তারিখে সাক্ষাৎকার রয়েছে। এখন আমি নিশ্চিতও না যে বেরোবিতে টিকতে পারবো। এখন কি সিদ্ধান্ত নিবো বুঝতে পারছি না। বেরোবি কর্তৃপক্ষের এই বিষয়টা দেখা উচিত ছিলো। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা যেন বিষয়টি দ্রুত দেখেন।’

এ বিষযে রেজিস্ট্রার মোহাম্মদ ইব্রাহীম কবির বলেন,‘ আমরাতো অন্য কোন বিশ্ববিদ্যালয়ের সাথে ম্যাচিং করে এটা করিনি, তাই শিক্ষার্থীরা কোনটা বেছে নিবেন সেটা ওনারাই ( শিক্ষার্থী) সিদ্ধান্ত নিবেন।’

এ বিষয়ে কলা অনুষদের ডিন ও ‘এ’ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. সাইদুল হক বলেন,‘ এটাতো সেন্ট্রাল সিদ্ধান্ত। তাই পরিবর্তন হওযার কোন সম্ভাবনা নাই।’

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer