Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

বেরোবি’র অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৩, ২১ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বেরোবি’র অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু

রংপুর : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এবং বিবিএ কোর্সে ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হয়েছে ২০ সেপ্টেম্বর বুধবার রাত ১২ টা থেকে। আগামী ১০ নভেম্বর রাত ১২ টা পর্যন্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবে।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবারের ভর্তি পরীক্ষায় ৬টি অনুষদে ২১ টি বিভাগে মোট ১৩১৫ টি আসনে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। গত বছরের তুলনায় পাশ নম্বর পাঁচ নম্বর কমিয়ে ৩৫ করা হয়েছে ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ৮০ এবং অবশিষ্ট ২০ এসএসসি/সমমান এবং এইচএসসি/ সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে।

এবারের ভর্তি পরীক্ষায় চালু হচ্ছে নেগেটিভ মার্কিং পদ্ধতি। এ পদ্ধতিতে প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে শূন্য দশমিক ২৫ নম্বর। ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সব তথ্য জানানো হয়।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) থেকে পাওয়া যাবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer