Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

বেরোবিতে ‘সি’ ইউনিটে ২৪৫টি আসনের বিপরীতে উত্তীর্ণ ৫৭ জন

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৩, ৭ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০৩:৫০, ৮ ডিসেম্বর ২০১৭

প্রিন্ট:

বেরোবিতে ‘সি’ ইউনিটে ২৪৫টি আসনের বিপরীতে উত্তীর্ণ ৫৭ জন

রংপুর : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (অনার্স প্রথম বর্ষ) ভর্তি পরীক্ষায় বিজনেস অনুষদভুক্ত “সি” ইউনিটে ২৪৫ টি আসনের বিপরীতে শর্তপূরণ করে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৫৭ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে প্রায় সকল ইউনিটে শর্তপূরণ করে পাশ করলে “সি” ইউনিটে আসন সংখ্যার তুলনায় পাশের হার খুবই কম।

“সি” ইউনিটে ২৪৫ টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করে ৬৯৯০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। তারমধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় ৫০০০ এরও বেশী ভর্তিচ্ছু। দুটি শিফটে অনুুষ্ঠিত এই পরীক্ষায় শর্তপূরণ করে পাশ করে মোট ৫৭ জন শিক্ষার্থী। যা মোট আসন সংখ্যার তুলনায় ১ চতুর্থাংশেরও কম।

এদিকে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই ভর্তি কমিটির সিদ্বান্তে পাশ নম্বর ৩৫ থেকে কমিয়ে ২৮ নম্বর করা হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer