Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

বেরোবি’তে ‘লিডারশিপ ইনস্পাইরিং স্পিচ’ শীর্ষক সেমিনার

এসএম আল-আমিন, বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৫, ১৬ জুন ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বেরোবি’তে ‘লিডারশিপ ইনস্পাইরিং স্পিচ’ শীর্ষক সেমিনার

ছবি: বহুমাত্রিক.কম

রংপুর : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের উদ্যোগে বিভাগের গ্যালারি রুমে বৃহস্পতিবার ‘লিডারশিপ ইনস্পাইরিং স্পিচ’ (নেতৃত্বে উদ্বুদ্ধকরণ বক্তৃতা) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষক জুবায়ের ইবনে তাহেরের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর ব্যাটালিয়ান কমান্ডার মেজর হারুন অর রশিদ।

ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, সকল কাজে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে শুধু ডিগ্রী অর্জন নয়, বরং বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন করে বিশেষজ্ঞ হতে হবে। নেতৃত্ব দিতে হলে অসম্ভবকে সম্ভব করার মানষিকতা সৃষ্টি করতে হবে। যেমনিভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নিরস্ত্র বাঙ্গালীরা সশস্ত্র পাকিস্তানি বাহিনীকে পরাজিত করেছিলো। এসময় ছাত্র-ছাত্রীদের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ থেকে বিরত থাকার ও আহবান জানান বক্তারা।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর গুড উইল এম্বাসেডর রাশেক রহমানের প্রবন্ধ উপস্থাপনায় সেমিনারে আরো উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষক আসাদুজ্জামান মন্ডল আসাদ, সাব্বীর আহমেদ চৌধুরী।

সেমিনারটিতে শতাধিক ছাত্রছাত্রী অংশ গ্রহণ করেন। সেমিনারে আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, উদ্যম, উদ্যোগ এবং কল্যাণকর কাজে সংগঠিত করার মানষিকতাই নেতৃত্ব তৈরীর অন্যতম বৈশিষ্ট। প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে সেমিনারটি সমাপ্তি ঘোষণা করা হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer