Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বেরোবিতে বুধবার শাস্ত্রীয়-সংগীত উৎসব

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ০৪:০৬, ৮ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বেরোবিতে বুধবার শাস্ত্রীয়-সংগীত উৎসব

রংপুর : সংস্কৃতির তীর্থভূমি ঐতিহ্যবাহী রংপুরে শাস্ত্রীয় সংগীতের ধারা অব্যাহত ও আরও বেগবান করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি বিকাশ কেন্দ্রের আয়োজনে বুধবার শাস্ত্রীয় সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ১ নং খেলার মাঠে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে মধ্যরাত পর্যন্ত এ অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, বিটিএফও।

উৎসবটিতে দেশবরেণ্য শাস্ত্রীয় সংগীতজ্ঞজনদের মধ্যে উপস্থিত থাকবেন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি (ফেলো) তাপস দত্ত, ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের শিক্ষক এবাদুল হক সৈকত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর পারভেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের (খন্ডকালীন) শিক্ষক বিশ্বজিৎ কুমার নট্ট, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত যন্ত্রশিল্পী মোঃ হাসান আলী প্রমুখ।

অনুষ্ঠানটির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আতিউর রহমান। উল্লেখ্য, এই অনুষ্ঠানটির মাধ্যমেই ‘সংস্কৃতি বিকাশ কেন্দ্র’ নামের সংগঠনটির আত্মপ্রকাশ হবে বলেও জানান কর্তৃপক্ষ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer