Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বেরোবিতে ‘জনপ্রশাসন জার্নাল’র মোড়ক উন্মোচন

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৯, ১৪ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বেরোবিতে ‘জনপ্রশাসন জার্নাল’র মোড়ক উন্মোচন

ছবি : বহুমাত্রিক.কম

রংপুর : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে লোক-প্রশাসন বিভাগের প্রকাশিত ‘জনপ্রশাসন জার্নাল’ এর ভলিউম-১ এর তৃতীয় সংখ্যার মোড়ক উম্মোচন করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে জার্নালটির মোড়ক উম্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জার্নাল এর সম্পাদক প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জুবায়ের ইবনে তাহের এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জার্নালটির প্রবন্ধ লেখক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান এবং সহকারী অধ্যাপক আরা তানজিয়া এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আরিফা সুলতানা।

মোড়ক উম্মোচন অনুষ্ঠানে জার্নালটির সম্পাদক প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, লোকপ্রশাসন বিভাগের এটি চতুর্থ জার্নাল বাংলায় এটি তৃতীয় সংখ্যা এবং ইংরেজিতে এর পূর্বে একটি সংখ্যা প্রকাশিত হয়েছে। পর্যায়ক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগ ও ৬টি অনুষদ থেকে প্রতি তিন মাসে বাংলা ও ইংরেজি মাধ্যমে দুইটি করে জার্নাল প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি তাঁর বক্তব্যে আরও বলেন এ সকল জার্নাল প্রকাশ করা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এসকল জার্নাল থেকে জ্ঞান চর্চার মধ্যদিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আর্ন্তজাতিক মানে উন্নীত হবে।

জার্নাল এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে লোকপ্রশাসন বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

লোকপ্রশাসন বিভাগের ‘জনপ্রশাসন জার্নাল’ ভলিউম-১ এর তৃতীয় সংখ্যাটিতে মোট ছয়টি গবেষণা প্রবন্ধ স্থান পেয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer